টিসিবির উপকারভোগীর তালিকায় উপসচিবের বাবার নাম!

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উপকারভোগীদের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কার্ডধারীদের মধ্যে উপসচিবের বাবা, ব্যবসায়ী, জমি ও ভবন মালিকের নাম রয়েছে। এতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, কমলগঞ্জের আদমপুর ইউনিয়নে ৯২৫ জন টিসিবির উপকারভোগীর নাম তালিকাভুক্ত করা হয়। এদের মধ্যে ৭নং ওয়ার্ডের অবস্থাশালী উত্তর ভানুবিল গ্রামের বাসিন্দা পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব প্রদীপ কুমার সিংহের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কৃষ্ণ কুমার সিংহের নাম ছাড়াও আরও আটজনের নাম তালিকায় স্থান পায়। এদের প্রত্যেকেই অবস্থাসম্পন্ন ও ব্যবসার সাথে জড়িত। এদের নাম টিসিবির উপকারভোগীর তালিকায় আসায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের জন্মের নেয়।

এ বিষয়টি কমলগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে আসলে শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক তদন্ত সাপেক্ষে এ ৯টি কার্ড বাতিল করেন।

সেই সাথে আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদাল হোসেন ও ৭নং ইউপি সদস্য আব্দুল গফুরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সঠিক ব্যাখ্যা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন, তাড়াহুড়ো করতে গিয়ে এ ভুল হয়েছে।

এসএইচ-১৫/১৭/২২ (আঞ্চলিক ডেস্ক)