পদ্মা সেতুর কাজ শেষ ৯৮ শতাংশ, তৈরি হচ্ছে নামফলক ও ম্যুরাল

শেষ হতে চলেছে অপেক্ষার পালা। বাংলার অগ্রযাত্রার অনন্য দৃষ্টান্ত পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দিতে এখন প্রায় প্রস্তুত। জুনে পদ্মা সেতু খুলে দিতে মাওয়া প্রান্তে সংযোগ সেতুর নর্থ ভায়াডাক্টের ২০০ মিটার এলাকায় কার্পেটিং করার পরিকল্পনা রয়েছে আজ শনিবার।

সকাল থেকেই কাজ শুরুর কথা থাকলেও বৈরী আবহাওয়ায় দুপুরের দিকে শুরু হয় কর্মযজ্ঞ। এ ছাড়া জোরেশোরে চলছে সেতুর দুই প্রান্তে নামফলক ও ম্যুরাল তৈরির কাজও। লক্ষ্য রয়েছে আগামী দুই সপ্তাহে বাকি ৪৩ শতাংশ কাজ শেষ করার।

এদিকে ২৫ জুন সেতু খুলে দেওয়ার পরিকল্পনা ঘিরেই চলছে একেবারে শেষ ধাপের কাজ। সেতুর মাওয়া প্রান্ত থেকে সংযোগ সেতুর বাকি অংশের কার্পেটিংয়ের প্রস্তুতি চলছে।

শনিবার মাওয়া নর্থ ভায়াডাক্টের ২০০ মিটার এলাকায় কার্পেটিং করার পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। আগামী দুই সপ্তাহে ভায়াডাক্টের বাকি ৪৩ শতাংশ কাজ শেষ করার টার্গেট রয়েছে। জোরেশোরে চলছে সেতুর দুই প্রান্তে নামফলক ও ম্যুরাল তৈরির কাজও। সেতু খুলে দেওয়ার উদ্বোধন প্রস্তুতির কর্মযজ্ঞ দেখে খুশি পদ্মাপারের মানুষ।

পদ্মা বহুমুখী সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আগামী মাসে সেতু খুলে দিতে এখন প্রকল্প এলাকায় চলছে বিশেষ প্রস্তুতি। আগামী দুই সপ্তাহে ভায়াডাক্টের বাকি ৪৩ শতাংশ কাজ শেষ করার টার্গেট রয়েছে।

এখন পর্যন্ত মূল পদ্মা সেতুর কাজের অগ্রগতি ছাড়িয়েছে ৯৮ শতাংশ। আর সার্বিক অগ্রগতি সাড়ে ৯৩ শতাংশ।

এসএইচ-১৬/১৪/২২ (আঞ্চলিক ডেস্ক)