বিদেশ ফেরত ছেলেদের আনতে গিয়ে প্রাণ গেল মায়ের

প্রবাস ফেরত দুই ছেলেকে আনতে বিমানবন্দরে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় আম্বিয়া বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আম্বিয়া কুমিল্লার বুড়িচং এলাকার সুলতান আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি ফেরত ছেলে দুলাল ও জসিমকে আনতে মাইক্রোবাসে কুমিল্লা থেকে ঢাকায় বিমানবন্দরে যাচ্ছিলেন মা আম্বিয়াসহ অন্য স্বজনরা। পথে বালুয়াকান্দি এলাকায় যাত্রাবিরতীর জন্য সড়কের পাশে পার্কিং করা হয় মাইক্রোবাসটি।

এ সময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আম্বিয়ার মৃত্যু হয়। মাইক্রবাসের চালক ও একই পরিবারের পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুলতান আহমদ বাথরুমে যাওয়ার জন্যই মাইক্রোটি সাইড করে পার্কিং করা হয়। তিনি সুস্থ আছেন।

ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

এসএইচ-১৫/১৯/২২ (আঞ্চলিক ডেস্ক)