মোবাইল টাওয়ারের চূড়ায় মাদ্রাসাছাত্র

নেত্রকোনায় বড় স্টেশন এলাকায় গ্রামীণফোনের টাওয়ারে উঠে এক মাদ্রাসাছাত্রকে বসে থাকতে দেখা গেছে। এ ঘটনায় উৎসুক জনতা ভিড় জমায় স্টেশন এলাকায়।

বুধবার সকাল থেকে ওই ছাত্র টাওয়ারে উঠে বসে থাকে। কোনো সাড়াশব্দ না দেয়ায় প্রশাসন ছেলেটির মা রিমা আক্তারকে ডেকে আনে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করেছে বলে জানা গেছে।

ওই ছাত্রের নাম মোহাম্মদ বিশ্বাস। সে নেত্রকোনা বড় স্টেশন এলাকার একটি মাদ্রাসা মাফ্রাসাতুল আক্রামে হাফেজির ছাত্র ও কলমাকান্দা উপজেলা সদরের মনতলা গ্রামের বাবুল বিশ্বাসের ছেলে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিদ্যুতের টাওয়ারে ঝুলন্ত মরদেহ, স্বজনদের দাবি হত্যা

নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনাস্থলে উৎসুক জনতাকে নিয়ন্ত্রণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ ওই ছাত্রকে সুস্থ অবস্থায় নামিয়ে আনে। পরে ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এসএইচ-০২/১০/২২ (আঞ্চলিক ডেস্ক)