২০২৩ সাল থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গায় রেল চলবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২০২৩ সাল থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ভাঙ্গায় রেল চলাচল করবে।

শনিবার দুপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা জংশন স্টেশনে রেললাইন স্থাপন কাজের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন স্টেশনে ফিতা কেটে কাজের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ভাঙ্গা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত পর্যন্ত ২৮ কিলোমিটার রাস্তার কাজ আগামী এক মাসের মধ্যে শেষ করা হবে।

এ সময় কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ কো-অডিনেটর মো. জাহিদ হোসেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মোসাম্মাৎ তাসলিমা আলী, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এসএইচ-১৫/২০/২২ (আঞ্চলিক ডেস্ক)