এক ইলিশের দাম ৮ হাজার টাকা

বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিষখালী নদীর একটি ইলিশ ৮ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ২ কেজি ৮০০ গ্রাম।

রোববার  সকালে মাছটি বিক্রি করতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন শহীদ নামের বিষখালী নদীতে মাছ ধরা এক জেলে। পরে ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন অবতরণ কেন্দ্রের পাইকার শহিদুল ইসলাম। মাছটি ঢাকা নিয়ে বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘স্বাদ এবং গন্ধের কারণে এমনিতেই বিষখালী নদীর ইলিশের দেশব্যাপী সুখ্যাতি রয়েছে। তাই এ নদীর ইলিশের দাম এবং চাহিদা দুটোই বেশি। মাছটি আমি ঢাকায় নিয়ে বিক্রি করব।’

বৃহদাকারের এই ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত বলে জানিয়েছেন জেলে ও পাইকাররা। মাছটি কিনতে কয়েকজন পাইকার ডাকে অংশ নেন। পরে সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কিনে নেন পাইকার শহিদুল ইসলাম।

এ বিষয়ে জেলে শহিদুল ইসলাম বলেন, ‘সকালে বিষখালী নদীতে আমার জাল তুলতে গিয়ে ইলিশটি পাই। পরে মাছটি বিক্রির জন্য পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘সচরাচর এতো বড় ইলিশ জালে ধড়া পড়ে না। এত বড় একটি আমার জালে ধরা পড়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

এসএইচ-০৯/২৫/২২ (আঞ্চলিক ডেস্ক)