একটি ভোটও পাননি যে প্রার্থী

নেত্রকোনায় জেলা পরিষদ নির্বাচনে একটি ভোটও পাননি সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী।

আজহারুল ইসলাম বিপ্লব নামের ওই প্রার্থীকে শূন্য ভোটে নির্বাচনের মাঠ ছাড়তে হলো। তিনি জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যপদে অটোরিকশা প্রতীকে নির্বাচন করেন। এই ওয়ার্ডে মোট পাঁচজন লড়েছেন।

সোমবার  বিকেলে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায়, ১৭১টি ভোটের মধ্যে একটি ভোট বাদে সব কটি ভোট কাস্ট হয়েছে।

এর মধ্যে সৈয়দ বজলুর রশিদ নামের একজন টিউবওয়েল প্রতীক নিয়ে ৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুম হাসান জামাল ঘুড়ি প্রতীকে ৭৪ ভোট পেয়েছেন। এ ছাড়া বাকি দুজন পেয়েছেন চারটি করে ভোট। কিন্তু বিপ্লব পাননি একটি ভোটও।

সদর উপজেলার এই ওয়ার্ডটিতে একটি পৌরসভার ১৩ জন ও ১২টি ইউনিয়ন পরিষদের ১৩ জন করে ভোটার রয়েছেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যু হওয়ায় বাকি দুজনের ভোটসহ মোট ১৭১টি ভোটারের মধ্যে ১৭০ জন ভোট প্রয়োগ করেছেন।

নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ১০টি উপজেলায় ২০টি ভোটকক্ষে ১২১১ জন ভোটারের মধ্যে ১২০৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসএইচ-১৫/১৭/২২ (আঞ্চলিক ডেস্ক)