মোমবাতির আলোয় জন্ম নিল ৭ নবজাতক

ঘূর্ণিঝড় সিডরের মতো সিত্রাংয়েও জন্ম নিল সাত নবজাতক। তবে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় পৃথিবীর আলো দেখে তারা। ঘটনাটি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার ঝড়ের রাতের।

জানা গেছে, মোংলা উপকূলীয় এলাকায় সোমবার বিকেল থেকে রাত ২টা পর্যন্ত চলছিল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব।

মুষলধারায় বৃষ্টি, দমকা হাওয়া, বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আর এই অন্ধকারেই আলোর মুখ দেখলেন সাত গর্ভধারিণী মা।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, ঝড়ের রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারের মধ্যে সাতজন প্রসূতি মাকে নিয়ে তাদের স্বজনরা হাসপাতালে হাজির হন।

এ সময় বিদ্যুৎ না থাকায় অন্য নার্সদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রসূতি মায়ের সন্তান প্রসব করানো হয়। একে একে জন্ম নেয় সাত নবজাতক। তারা সুস্থ আছে।

এ ঘটনায় হাসপাতালের পরিচালক ডা. শাহীনসহ পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।

এসএইচ-১৪/২৫/২২ (আঞ্চলিক ডেস্ক)