গাছের মগডালে উঠে বিপাকে যুবক

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ঝুলে থাকা ডাল কাটতে গিয়ে ৪০ ফুট উচ্চতায় গাছের মগডালে উঠে আটকে পড়া যুবক ফাহিম হোসেনকে (২৩) উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার উপজেলার বেশনাল গ্রামে গাছের মগডাল থেকে তাকে প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে সোমবার রাতে একটি বড় কড়ই গাছের ডাল ভেঙে যায়। বাড়ির মালিক হাবিবুর রহমানের ছেলে ফাহিম ঝুলে থাকা গাছের অংশ কাটতে গাছে উঠার পর আর নামতে পারছিলেন না। তার এই অসহায়ত্বে আশপাশের লোকজন ভিড় করে। পরে তাকে শান্ত করার পর ফায়ার সার্ভিসে খবর দেয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের লিডার মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে মুন্সীগঞ্জ সদর স্টেশন অফিসার আব্দুল রাকিবের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। বেশনাল এলাকায় সোহান কোল্ড স্টোরেজের পাশে একটি বাড়ির গাছ থেকে বিশেষ মই ব্যবহার করে ওই যুবককে উদ্ধার করা হয়। এই যুবক গাছে আড়াই ঘণ্টারও বেশি সময় আটকে ছিলেন। খবর পাওয়ার আধা ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। ওই যুবক এখন সুস্থ।

স্টেশন অফিসার আব্দুল রাকিব জানান, ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করলে দুর্ঘটনায় তার জীবন বিপন্ন হতে পারতো।

এসএইচ-১৪/২৫/২২ (আঞ্চলিক ডেস্ক)