যে ১০ কারণে রোজা ভাঙ্গে না

যে ১০ কারণে

রমজান মাস শুরু হয়েছে। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবারও এলা পবিত্র মাহে রমজান।

রোজা ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির মধ্যে তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নামই হচ্চে রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতি দিন রোজা রাখা ফরজ।

তবে রোজা রাখার পর অনেকেই নানা বিষয়ে সন্দেহে থাকেন। নিশ্চিতভাবে না জানার কারণে অনেক বৈধ কাজ থেকেও নিজেকে বিরত রাখেন।

রোজা অবস্থায় যেসব কাজ করলে রোজার কোনো ক্ষতি হবে না- চলুন সেগুলো সম্পর্কে জেনে নিই।

১। ভুলে পানাহার করা। কোনো খাবার বা পানীয় ভুলে খেয়ে নিলে রোজা ভাঙবে না। তবে মনে হওয়ার সাথে সাথে খাবার ছেড়ে দিতে হবে।

২। সুগন্ধি, আতর ব্যবহার করা ও ফুল ইত্যাদির ঘ্রাণ নেয়া।

৩। নিজ মুখের থুতু ও কফ জমা না করে গিলে ফেলা।

৪। ঠাণ্ডার জন্য গোসল করা।

৫। ঘুমের মধ্যে স্বপ্নদোষ হওয়া।

৬। মিসওয়াক করা।

৭। অনিচ্ছাকৃত বমি হওয়া।

৮। শরীর বা মাথায় তেল ব্যবহার করা।

৯। চোখে ওষুধ বা সুরমা ব্যবহার করা।

১০। স্বাভাবিক যে কোনো ধরনের ইনজেকশন নেয়া। তবে শক্তিবর্ধক ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে। সূত্র: রদ্দুল মুহতার ও দুররে মুখতার: ২/৩৯৪।

আরএম-০৬/০৯/০৫ (ধর্ম ডেস্ক)