নবীজি (সা.) যে দুআটি প্রায়ই করতেন

নবীজি

উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) বলেন, ‘আল্লাহর রসূল (সা.) অল্প শব্দে বহুল অর্থবোধক দুআ পছন্দ করতেন এবং এছাড়া অন্য দুআ পরিহার করতেন।” (আবু দাউদ, হাদীস:১৪৮২; আহমাদ, হাদীস:২৭৬৫০)

তেমনই বহুল অর্থবোধক একটি দুআ হাদীস শরীফে এসেছে। হযরত আনাস (রা.) বলেন, নবীজি (সা.) অধিকাংশ সময় এই দুআটি করতেন-

اَللهم آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাহ, ওয়া ফিল আ-খিরাতি হাসানাহ, ওয়া ক্বিনা আযাবান্নার।’

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন। আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। (বুখারী:৪৫২২; মুসলিম:২৬৮৮)

মুসলিম শরীফের অন্য বর্ণনায় আরেকটু বর্ধিত অংশসহ এসেছে, নবীজি (সা.) যখন একটি দুআ করার ইচ্ছা করতেন, তখন এই দুআটি করতেন। আবার যখন (বিভিন্ন) দুআ করার ইচ্ছা করতেন, তখনও তার মাঝে এই দুআটি করতেন।

আরএম-০৩/১৮/০৮ (ধর্ম ডেস্ক)