পুরুষের জন্য লাল রঙের পোশাকের বিধান জেনে নিন

পুরুষের জন্য

প্রশ্ন: পুরুষদের জন্য লাল রঙের পোশাক পরিধান করা জায়েজ কিনা?

উত্তর: পুরুষদের জন্য একেবারে লাল রঙের পোশাক, যার মধ্যে অন্য কোনো রঙ নেই; তা পরিধান করা মাকরুহ। তাই লাল রঙের পোশাক পরিধান করা থেকে বেঁচে থাকা কর্তব্য। অবশ্য লাল রঙের সঙ্গে যদি অন্য কোনো রঙ মিশ্রিত থাকে, তাহলে তা ব্যবহার করায় কোনো প্রকার অসুবিধা নেই।

(আদ দুররুল মুখতার: ৬/৩৫৮, আল বাহরূর রায়েক: ৮/১৯০, ইমদাদুল ফাতাওয়া: ৪/১২৫)

আরএম-১৮/১০/১১ (ধর্ম ডেস্ক)