এবার সর্বোচ্চ মুসল্লি হজের সুযোগ পাচ্ছেন

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে সর্বোচ্চ ১০ লাখ মুসল্লি হজের সুযোগ পাচ্ছেন। বাংলাদেশ থেকে যেতে পারবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এতে প্রস্তুতি নিচ্ছে সৌদিপ্রবাসী হোটেল ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সিগুলো।

করোনার কারণে গত দু-বছর সীমিত পরিসরে হজের আয়োজন করে সৌদি আরব। শুধু স্থানীয় নাগরিকদের সুযোগ দেওয়া হয় পবিত্র হজ পালনের। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ দু-বছর পর এবার হজ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি মুসল্লিরা।

হজ সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে নানা প্রস্তুতি। জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। অতীতের তুলনায় আরও বেশি স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে আগে থেকেই ঢেলে সাজানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিমানবন্দরে প্যাকেজ হ্যান্ডলিংব্যবস্থা।

ভোগান্তি কমাতে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। এদিকে হজযাত্রীদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রবাসী হোটেল ব্যবসায়ী ও ট্রাভেল এজেন্সিগুলো।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫৩ হাজার ৫৮৫ জন।

এসএইচ-২৬/১১/২২ (ধর্ম ডেস্ক)