সিরাজগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে নূর মোহাম্মদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় উল্লাপাড়ায় করোনা উপসর্গে দুইজনের মৃত্যু হলো।

শনিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নূর মোহাম্মদ উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক মহল্লার বাসিন্দা।

উল্লাপাড়া পৌর মেয়র এসএম নজরুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে নিজ বাড়িতে ছিলেন তিনি। পরে শনিবার ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের লোকজন হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। তিনি বিষয়টি গোপন রেখে নিজেই নিজের চিকিৎসা করছিলেন।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, নূর মোহাম্মদ তার অসুস্থতার বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানাননি। তার মুত্যুর পর নমুনা সংগ্রহ করা হয়েছে। তার পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া সদর ইউনিয়নের বজ্ররাপুর গ্রামের শুকুর আলী নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বিভিন্ন হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে নিজ বাড়িতে মারা যান বলে তার পরিবারের অভিযোগ রয়েছে।

বিএ-১০/১৩-০৬ (উত্তরাঞ্চল ডেস্ক)