মধ্যরাতে বাল্যবিয়ের আয়োজন, বন্ধ করলেন ইউএনও

লকডাউন উপেক্ষা করে মঙ্গলবার মধ্যরাতে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান।

ওই রাতে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা গ্রামে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।

এ সময় বর-কনের অভিভাবকদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ইউএনও মো. আনিসুর রহমান জানান, করোনা ভাইরাস মোকাবিলায় চলমান লকডাউনেও বাল্যবিয়ের আয়োজন করা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে পারসগুনা গ্রামে কনের বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

সেখানে কনে সপ্তম শ্রেণির ছাত্রীর (১৩) সঙ্গে উপজেলার গোপালপুর গ্রামের তাতশ্রমিকের (২২) বিয়ের আয়োজন চলছিল।

এ সময় বাল্যবিয়ে বন্ধ এবং বরের ও কনের বাবাকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসএইচ-১৬/২৬/২১ (উত্তরাঞ্চল ডেস্ক)