একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে গোলাপ ফুল প্রতীকে লড়বেন জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল হাই মাস্টার।
নির্বাচনী প্রচারণার চলমান ধারাকে তোয়াক্কা না করে আব্দুল হাই মাস্টার নিজেই এককভাবে নেমেছেন প্রচারণায়। একটি অটোরিকশায় করে একাই নির্বাচনী এলাকায় মাইকিং করছেন তিনি। চা-পান খাচ্ছেন, তাও ভোটারদের কাছ থেকে। তার নিজের ব্যানার-পোস্টারও নেই।
আব্দুল হাই মাস্টারের মতে, পোস্টার ব্যানারে যে খরচ হয়, সেই টাকা জনগণের কাছ থেকেই তুলে নেন জনপ্রতিনিধিরা। তাই তিনি নিজের জন্য কোনো পোস্টার বা ব্যানার তৈরি করেননি।
ভুরুঙ্গামারী উপজেলার ভরতেরছড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই। ১৯৯৫ সালে চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।
২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটে হেরে যান। এবারের নির্বাচনে তাকে নিয়ে বেশ আশাবাদী ভোটাররা।
এসএইচ-০৮/১৫/১২ (অনলাইন ডেস্ক, তথ্য সূত্র : চ্যানলে২৪)