রোহিঙ্গা শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত!

বাংলাদেশ রোহিঙ্গা শিশুদের মানসম্পন্ন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷

তবে হিউম্যান রাইটস ওয়াচের এ মন্তব্য সঠিক নয় বলে দাবি করেছে বাংলাদেশ সরকার৷

সংস্থাটির সম্প্রতি প্রকাশিত ‘আমরা কি মানুষ নই’ শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, স্কুলে যাওয়ার বয়সের প্রায় চার লাখ রোহিঙ্গা শিশুকে ‘অর্থপূর্ণ’ শিক্ষা থেকে বঞ্চিত করছে বাংলাদেশ সরকার৷

প্রতিবেদনটিতে বলা হয়, রোহিঙ্গা শিশুদের ক্যাম্পের বাইরের স্কুলে ভর্তি হতে অথবা দেশটির জাতীয় পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে৷ তাছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকেও রোহিঙ্গাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃত শিক্ষা প্রদানে বাংলাদেশ বাধা দিচ্ছে বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের৷

হিউম্যান রাইটস ওয়াচের শিশু বিষয়ক সহযোগী পরিচালক বিল ভান এসভেল্ড বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, একটি পুরো প্রজন্মকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা কোনোভাবেই কাম্য নয়৷

এদিকে প্রতিবেদনটিতে রোহিঙ্গা শিশুদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার বিষয়ে মিয়ানমারকেও দায়ী করা হয়৷ প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার সরকার বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের শিক্ষাব্যবস্থার মতো কোনো ব্যবস্থা চালু করলে সেগুলোকে স্বীকৃতি দিতে রাজি হচ্ছে না৷

এ বিষয়ে মিয়ানমারের সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি৷

এদিকে বাংলাদেশ রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনের প্রধান মাহবুব আলম তালুকদার বলেন, ‘‘হিউম্যান রাইটস ওয়াচের এ দাবি অসত্য৷” তিনি বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য রোহিঙ্গা ক্যাম্পে চার হাজার শিক্ষাকেন্দ্র রয়েছে৷

এসএইচ-০৮/০৫/১৯ (অনলাইন ডেস্ক, তথ্যসূত্র : ডয়চে ভেলে)