ডাকঘর সঞ্চয়পত্রে সুদ হার অর্ধেক হয়ে গেল

তিনবছর মেয়াদি ডাকঘর সঞ্চয়পত্রে এতদিন ১১ দশমিক ২৮ শতাংশ হারে সুদ পাওয়া যেত৷ এখন থেকে সুদ পাওয়া যাবে ছয় শতাংশ হারে৷

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই এটি কার্যকর হয়েছে৷

এছাড়া দুই বছর মেয়াদি সঞ্চয়পত্রে সুদের হার ১০ দশমিক ৭০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে পাঁচ শতাংশ করা হয়েছে৷ আর এক বছর মেয়াদির ক্ষেত্রে সুদের হার ১০ দশমিক ২০ শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে৷

আমানতকারী চাইলে প্রতি ছয় মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবেন৷ সেক্ষেত্রে আগে যে হারে মুনাফা দেয়া হতো সেটিও অর্ধেক হয়ে গেছে৷

এখন থেকে প্রথম বছরে চার, দ্বিতীয় বছরে সাড়ে চার এবং তৃতীয় বছরে পাঁচ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে৷ আগে সেটি ছিল প্রথম বছরে নয় শতাংশ, দ্বিতীয় বছরে সাড়ে নয় এবং তৃতীয় বছরে ১০ শতাংশ৷

এসএইচ-০৭/১৫/২০ (অনলাইন ডেস্ক)