ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালীন প্রশ্নবিদ্ধ হয় আকিলা ধনাঞ্জয়ার বোলিং অ্যাকশন। তখন ১৪ দিনের মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে বলা হয়েছিল তাকে।
যদিও ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজটাই খেলেছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার আইসিসি জানিয়ে দিয়েছে, আকিলার বোলিং অ্যাকশন অবৈধ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বল ছাড়ার সময় আকিলা হাত নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকাচ্ছেন। ফলে বোলিং অ্যাকশন না শোধরালে আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না তিনি। বোলিং করতে হলে বদলাতে হবে অ্যাকশন।
আইসিসির ১১.১ এ ধারা মতে আকিলার এই বোলিং অ্যাকশন সব দেশের স্থানীয় লিগে নিষিদ্ধ থাকবে। তবে লঙ্কান বোর্ডেও অনুমতি সাপেক্ষে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটে বল করতে পারবেন তিনি। তবে তা হতে হবে বোর্ডের নজরদারিতে।
৬ বছরের ক্যারিয়ারে ৫ টেস্টে ২৭ উইকেট নিয়েছেন আকিলা। আর ৩০ ওয়ানডেতে ৪৬ ও ১৬টি টি-টুয়েন্টিতে ১৪ উইকেট রয়েছে তার ঝুলিতে।
এসএইচ-০৬/১১/১২ (স্পোর্টস ডেস্ক)