ইনিংসের দ্বিতীয় ওভারের ওশান টমাসের ইয়র্কার লেন্থের তৃতীয় বল ফ্লিক করতে গিয়েছিলেন লিটন দাস। বল তার ব্যাটে না লেগে লেগেছেন ডান পায়ের গোড়ালিতে।
সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁতরে খোঁড়াতে থাকেন তিনি। পরে তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশের দলের লজিস্টিক ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, চোটের অবস্থা জানতে লিটনকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর জানা যাবে লিটনের চোট কতটা গুরুতর।
প্রথম ওয়ানডের মতো এদিনও তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন লিটন। চোট পাওয়ার দুই বল আগেই টমাসের বলে চার মেরেছিলেন তিনি। আগের ম্যাচে ৪১ করা লিটন সাম্প্রতিক সময়ে আছেন ছন্দে।
লিটনের চোট পর ওয়ানডাউনে নেমে সুযোগ কাজে লাগাতে পারেননি ইমরুল কায়েস। টমাসের বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফেরেন কোন রান করার আগেই।
এদিকে তামিম ইকবাল ও মুশফিক রহিমের ব্যাটিংয়ের উপর ভর করে চাপ সামাল দেবার চেষ্টা চলছে টাইগার বাহিনীর। শেষ খবর পাওয়া পর্যন্ত লাল-সবুজ দলের সংগ্রহ ১৯ ওভার শেষে ১ উইকেটে ১০১ রান। মুশফিক ৪৫ ও তামিম ৪০ রানে ব্যাট করছেন।
এসএইচ-০৭/১১/১২ (স্পোর্টস ডেস্ক)