উইন্ডিজের সামনে ১৩০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সোমবার সিলেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সাকিব আল হাসান। আর ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। তবে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে একাই লড়াই করলেন টাইগার অধিনায়ক। সকিবের ব্যাটিংয় দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

এরই মধ্যে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ২ ওভারে বিনা উইকেটে তাদের সংগ্রহ ৩০ রান। ব্যাট করছেন এভিন লুইস (৭*) ও শাই হোপ (১৯*)

ক্রিকেটে ফর্ম যত সংক্ষিপ্ত, ওয়েস্ট ইন্ডিজ তত শক্তিশালী। বাংলাদেশের ইনিংসে তাই যেন প্রমাণে নেমেছিলেন ক্যারিবীয় বোলাররা। এদিন পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ১৯ ওভারেই অল আউট হয়ে গেছে তারা ১২৯ রানে।

টাইগারদের টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহর রান যথাক্রমে ৫, ৬, ৫, ৫, ১২।

এই বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে ব্যাট হাতে একাই লড়াই করেছেন সাকিব। তুলে নিয়েছেন টি-টুয়েন্টি ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি। আউট হওয়ার আগে ৪৩ বলে করেছেন ৬১ রান। দুর্দান্ত এই ইনিংসের পথে মেরেছেন ৮টি চার ও ২টি ছক্কা।

সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর আরিফুল হকের। ১৮ বল খেলে তিনি করেছেন ১৭ রান। এছাড়া মাহমুদউল্লাহই শুধু দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিনি করেছেন ১২ রান।

এদিন তামিমকে দিয়ে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। দিনের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে শেলডন কটরেলের বলে মিড অনে কার্লোস ব্র্যাথওয়েটের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন তামিম। আর ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ওশানে থমাসের বলে সেই ব্র্যাথওয়েটকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার লিটন দাস।

এরপর কটরেল নিজের দ্বিতীয় ওভার করতে এসে তৃতীয় বলে তুলে নেন সৌম্যকে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দ্রুত বিদায়ের পর মাঠে নামেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক। সাকিবের সাথে সাবলীল ব্যাটিংই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ষষ্ঠ ওভারের প্রথম বলে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন মুশফিকও।

মাহমুদউল্লাহ ফিরে গেলে সাকিবের সাথে যোগ দেন আরিফুল হক। দুইজনে মিলে গড়েন ৩০ রানের জুটি। এরপরই ফ্যাবিয়ান অ্যালেনের বলে আউট হয়ে মাঠ ছাড়েন আরিফুল। ৮ নম্বরে নামা মোহাম্মদ সাইফউদ্দীনকে (০) ফেরান কার্লোস ব্র্যাথওয়েট। আর দুর্দান্ত ব্যাট করতে থাকা সাকিবকে ফেরান কটরেল।

এরপর দ্রুতই আউট হয়ে যান মিরাজ (৮) ও মুস্তাফিজুর রহমান (০)। আবু হায়দার রনি অপরাজিত ১ থাকেন রানে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৮ রানে ৪ উইকেট নিয়েছেন কটরেল। এছাড়া ২টি উইকেট নিয়েছেন কেমো পল।

এসএইচ-০৭/১৭/১২ (স্পোর্টস ডেস্ক)