কেন ভারতের দুই ক্রিকেটার শো-কজ

অস্ট্রেলিয়ার সফরে ব্যর্থ হওয়ার পর বোর্ডের রোষের মুখে লোকেশ রাহুল৷ কর্নাটকের ডানহাতি ব্যাটসম্যানটিকে শো-কজ নোটিশ পাঠাল বিসিসিআই-এর সিওএ কমিটি৷ সেলিব্রিটি চ্যাট শো-এ মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য শো-কজ করা হয়েছে টিম ইন্ডিয়ার অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও৷

২৪ ঘণ্টার মধ্যে এই ক্রিকেটারের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে৷ রবিবার সম্প্রচারিত বলিউডের ডিরেক্টর করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিরাট কোহলির দলের এই দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় দলের সদস্য হার্দিক ও রাহুল৷ পান্ডিয়া টেস্ট সিরিজে না খেললেও তিনটি টেস্ট খেলেছেন রাহুল৷

অ্যাডিলেড ওভাল ও পার্থ টেস্ট চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দল থেকে বাদ পড়েন কর্নাটকের এই ডানহাতি ব্যাটসম্যান৷ কিন্তু সিডনিতে সিরিজের শেষ টেস্টে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ রাহুল৷ পাঁচটি ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর ৪৪৷ অর্থাৎ ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর মাঠের বাইরের ঘটনার জন্য বোর্ডের কুনজরে রাহুল৷

মহিলাদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করে সোশ্যাল মিডিয়ার আক্রমণের সামনে পড়েন হার্দিক। তার পরই অবশ্য বুধবার এর জন্য টুইটারে ক্ষমাও চেয়ে নেন বিরাটদের দলে এই অল-রাউন্ডার। ক্ষমা চাইলেও হার্দিককে শো-কজ নোটিশ পাঠায় বোর্ড।

সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের সিওএ প্রধান বিনোদ রাই পিটিআই-কে জানান, ‘আমরা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলকে তাদের মন্তব্যের জন্য শো-কজ নোটিস পাঠিয়েছি এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।’ এই মুহূর্তে দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে রয়েছেন৷ সোমবারই অস্ট্রেলিয়ায় ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেট দল৷ প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া৷

অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে টিম ইন্ডিয়ার সতীর্থ পান্ডিয়ার সঙ্গে করণ জোহরের অনুষ্ঠানে গিয়েছিলেন রাহুল। সেখানেই মহিলাদের আপত্তিকর মন্তব্য করেন ভারতীয় দলের এই দুই ক্রিকেটার৷ তিনি বলেন, একবার বাবা-মায়ের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন তিনি। এবং সেখানে তিনি তাঁর বাবাঋমায়ের কাছে তাঁর কোনও মহিলার সঙ্গে সম্পর্কের কথা তিনি জানান। এবং সেই মেয়েকে দেখিয়ে তিনি বলেন, এই মেয়েটিই সেই মেয়ে।

এর সঙ্গে তিনি আরও জোড়েন, যা নিয়েই তোলপাড় আরও বেড়ে যায়। পান্ডিয়া বলেন, তিনি নাকি তাঁর বাবা-মায়ের কাছে কোনও কথা গোপন করেন না৷ এমনকী প্রথমবার কোনও মহিলার সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কের কথাও মাকে জানিয়েছিলেন হার্দিক। এছাড়াও নাইট ক্লাবে গিয়ে মহিলাদের কোনও জিনিস তার পছন্দের মাকে তাও জানিয়েছে, ভারতীয় দলের এই অল-রাউন্ডার৷

টেস্ট সিরিজের দলে সুযোগ না-মিললেও অজিদের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে বিরাটের দলের অন্যতম সদস্য হার্দিক৷ গুজরাতের এই অল-রাউন্ডার ভারতীয় ওয়ান ডে এবং টি-২০ দলের নিয়মিত সদস্য৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে শনিবার সিডনিতে৷ সিরিজের পরের দু’টি ম্যাচ মঙ্গল ও শুক্রবার৷

এসএইচ-০৮/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)