কোহলির মুকুটে আরেকটি নতুন পালক

বিরাট কোহলির অর্জনের মুকুটে যুক্ত হলো নতুন পালক৷ মঙ্গলবার আইসিসি’র বর্ষসেরা ২০১৮ পুরস্কার (স্যার গারফিল্ড সোবার্স ট্রফি) জিতলেন ভারত অধিনায়ক৷

সেই সঙ্গে বর্ষসেরা টেস্ট ও ওয়ান ডে’ ক্রিকেটার হয়েছেন কোহলি৷ ক্রিকেট ইতিহাসে বিরাটই প্রথম ক্রিকেটার যিনি একই বর্ষে এই তিন সম্মান একসঙ্গে পেলেন৷ এছাড়াও আইসিসি’র বর্ষসেরা টেস্ট ও বর্ষেসেরা ওয়ান ডে দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বিরাট৷ এই নিয়ে টানা দু’বছর ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’ জিতলেন ভারত অধিনায়ক৷

কোহলির সঙ্গে আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের লড়াইয়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা৷ ২০১৮ সালে টেস্টে সর্বাধিক ৫২ উইকেট তুলে নেন রাবাদা৷ অন্যদিকে বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের লড়াইয়ে কোহলির সঙ্গে জোর টক্করে ছিলেন আফগান স্পিনার রাশিদ খান৷ শেষ পর্যন্ত অবশ্য আইসিসি’র সেরা তিন পুরস্কারই ঝুলিতে পুরলেন বিরাট কোহলি৷

২০১৮ বর্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেন বিরাট৷ এই ১৩ ম্যাচে কোহলির ঝুলিতে সংগ্রহ ১৩২২ রান৷ যার মধ্যে পাঁচটি শতরান রয়েছে৷ গড় ৫৫.০৮৷ সেই সঙ্গে ১৪ ওয়ান ডে ম্যাচে বিরাট ১২০২ রান হাঁকিয়েছেন৷ ২০১৮ বর্ষে রয়েছে ৫০ ওভারের ক্রিকেটে বিরাটের ব্যাট থেকে ছটি সেঞ্চুরি এসেছে৷ ১০টি টি-টোয়েন্টিতে ভিকে’র সংগ্রহ ২১১ রান৷

আইসিসি’র সেরা তিন পুরস্কার জিতে ভিডিও বার্তায় বিরাট বলেন, পরিশ্রমের ফলে পেলাম৷ সম্মানিত লাগছে৷ অবশ্যই আজ ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম গর্বের দিন৷ এই পুরস্কার আগামী দিনে আরও ভাল খেলার অনুপ্রেরণা জোগাবে৷

উল্লেখ্য শেষ ক্রিকেটবর্ষটা বিরাটের ক্রিকেটাগ্রাফ যেন রোলার কোস্টার রাইড৷ বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ হার দিয়ে যাত্রা শুরু ভারতের৷ তিন ম্যাচের সিরিজে ১-২ হারে কোহলির দল৷ এরপর ওয়ান ডে’তে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ৷ কুলদীপ-চাহালের দুরন্ত বোলিংয়ে প্রোটিয়াদের মাটি ধরিয়ে ৫-১ ওয়ান ডে সিরিজ পকেটে পুরে নেয় ভারত৷

এরপর ইংল্যান্ডের মাটিতে ফের কঠিন সিরিজ ভারতের৷ টেস্ট ও ওয়ান ডে দুই ফর্ম্যাটেই পেস ও সুইংয়ের সামনে মাথা নেয়ায় ভারতীয় দল৷ ভারত টেস্ট সিরিজ হারে ১-৪ ব্যবধানে৷ ওয়ান ডে সিরিজে ইংল্যান্ডের পক্ষে ফল দাঁড়ায় ২-১৷ একমাত্র টি-টোয়েন্টি সিরিজে ২-১ জয়ের মুখ দেখে কোহলির দল৷

বছরের শেষ সিরিজে অবশ্য কোহলির ভারতের ক্ষিপ্রতা ছিল দেখার মতো৷ অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্টে ২-১ লিড নেয় কোহলিরা৷ শেষ পর্যন্ত নতুন বছরের শুরুতে সিডনিতে টেস্টে সিরিজের ফয়সলা হয় ২-১ ব্যবধানে৷ সেই সঙ্গে নতুন বছরে অজিদের ডেরায় কোহলির নেতৃত্বে প্রথমবারের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ(২-১) জয় পায় ভারত৷

আইসিসি টেস্ট একাদশ :

১. টম ল্যাথাম (নিউজিল্যান্ড) ২. দিমুথ কারুনারত্নে (শ্রীলংকা) ৩. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৪. বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক) ৫. হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) ৬. রিশাভ পান্ত (ভারত) (উইকেটরক্ষক) ৭. জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ ৮. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) ৯. নাথান লায়ন (অস্ট্রেলিয়া) ১০. জাসপ্রিত বুমরাহ (ভারত) ১১. মোহাম্মদ আব্বাস (পাকিস্তান)।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ: ১. রোহিত শর্মা (ভারত) ২. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) ৩. বিরাট কোহলি (অধিনায়ক-ভারত) ৪. জো রুট (ইংল্যান্ড) ৫. রস টেলর (নিউজিল্যান্ড) ৬. জস বাটলার (উইকেটরক্ষক-ইংল্যান্ড) ৭. বেন স্টোকস (ইংল্যান্ড) ৮. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৯. রশিদ খান (আফগানিস্তান) ১০. কুলদ্বীপ যাদব (ভারত) ও ১১. জাসপ্রিত বুমরাহ (ভারত)।

এসএইচ-০৮/২২/১৯ (স্পোর্টস ডেস্ক)