সাকিব আল হাসান টুর্নামেন্ট সেরা

এই না হলে অধিনায়ক! একজন অধিনায়ককে তো সামনে থেকেই নেতৃত্ব দিতে হয়। সাকিব আল হাসান সেটা করলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে।

যদিও দলকে শেষ পর্যন্ত শিরোপাটা জেতাতে পারেননি। তবে ব্যাটে-বলে পুরো টুর্নামেন্ট জুড়েই দলকে ভরসা দেয়া বিশ্বসেরা অলরাউন্ডার জিতেছেন এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার।

সাকিব আল হাসান দলে থাকা মানেই একসঙ্গে দুজনের কাজ সেরে দেয়া। এবারের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়েও দুজনের কাজ একাই করেছেন সাকিব। বিশেষজ্ঞ ব্যাটসম্যানের জায়গাটাও পূরণ করেছেন, বল হাতে দিয়েছেন ভরসা।

বিপিএলের এবারের আসরেই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নাম লিখিয়েছেন সাকিব। ২২ উইকটে নিয়ে আগের রেকর্ডও ছিল তার দখলে। এবার ২৩ উইকেট নিয়ে নিজেকেই ছাড়িয়ে গেলেন ঢাকার অধিনায়ক।

ব্যাট হাতেও কম যাননি। ১৫ ম্যাচে ২১.৫০ গড়ে করেছেন ৩০১ রান। ছিল দুটি হাফসেঞ্চুরি। ফলে দল হারলেও ব্যাটে বলের অনন্য নৈপুন্যে সাকিবের হাতেই উঠেছে টুর্নামেন্টসেরার পুরস্কার।

বিপিএলের ছয় আসরে টুর্নামেন্ট সেরাদের তালিকা

২০১২ সালের প্রথম আসর – সাকিব আল হাসান (২৮০ রান ও ১৫ উইকেট)

২০১৩ সালের দ্বিতীয় আসর – সাকিব আল হাসান (৩২৯ রান ও ১৫ উইকেট)

২০১৫ সালের তৃতীয় আসর – আসার জাইদি (২১৫ রান ও ১৭ উইকেট)

২০১৬ সালের চতুর্থ আসর – মাহমুদউল্লাহ রিয়াদ (৩৯৬ রান ও ১০ উইকেট)

২০১৭ সালের পঞ্চম আসর – ক্রিস গেইল (২ সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে ৪৮৫ রান)

২০১৮ সালের ষষ্ঠ আসর – সাকিব আল হাসান (৩০১ রান ও ২৩ উইকেট)

এসএইচ-২৮/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)