সাকিবের নিউজিল্যান্ড সফর শেষ

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা জয়ের মধ্যে দিয়ে পর্দা নামল বিপিএলের ষষ্ঠ আসরের। এবার নিউজিল্যান্ড সফর নিয়ে ব্যস্ততার পালা টাইগারদের। শনিবার দলের দ্বিতীয় বহর নিউজিল্যান্ড উড়াল দেবে। এর মধ্যে দুঃসংবাদ এসে হানা দিল টাইগার শিবিরে। নিউজিল্যান্ডের মতো কঠিন সফরে দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ।

আবার আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক। অন্তত ৩ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এর অর্থ ওয়ানডে সিরিজ মিস করছেন তিনি। শঙ্কা দেখা দিয়েছে টেস্ট সিরিজ নিয়েও।

বিপিএলের ফাইনালে ব্যাট করার সময় আঙুলে চোট পান সাকিব। থিসারা পেরেরার একটি বল আঘাত করে সাকিবের গ্লাভসে। পেরেরার বলটি পুল করতে গিয়ে বাঁ হাতের অনামিকায় আঘাত পান তিনি। ম্যাচ শেষে স্ক্যান করলে জানা যায়, চিড় ধরেছে আঙুলের হাড়ে।

সাকিবের ইনজুরির তথ্য জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘খেলার পরই সাকিবের হাতে এক্স-রে করা হয়। তাতে স্পষ্ট চিড় ধরা পড়েছে। আপাতত এই চিড় সারাতে অন্তত তিন সপ্তাহ লাগতে পারে।’

এদিকে বিসিবিও এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব বিপিএলের ফাইনালে ব্যাট করার সময় বাঁ হাতের অনামিকায় চোট পাওয়ায় এ মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন।’

বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে ২০ ফেব্রুয়ারি। আর প্রথম টেস্ট শুরু ২৮ ফেব্রুয়ারি থেকে। ওয়ানডে সিরিজ শেষ হলেও টেস্টে সাকিবকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে সেই বাস্তবতাও কতটুকু আছে সেটা দেখার বিষয়। কারণ, আঙুল সেরে উঠলেও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সাকিবকে

এর আগেও আঙুলের ইনজুরি বেশ ভুগিয়েছিল সাকিবকে। গেল বছর জানুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাম হাতের কনিষ্ঠা আঙুলে চোট পেয়ে অনেকদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

এসএইচ-০১/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)