ভারতীয় ক্রিকেট বোর্ডকে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দিলো পাকিস্তান

ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে ১২০ মিলিয়ন রুপি ক্ষতিপূরণ প্রদান করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক আইসিসির নির্দেশক্রমে এই ক্ষতিপূরণ প্রদান করেছে পিসিবি।

ভারত ও পাকিস্তান দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে বিবাদ চলছিল অনেকদিন ধরেই। দুদেশের ক্রিকেট সম্পর্ক নমনীয় করতে হয়েছিল একটি চুক্তিও। যে চুক্তির মূল কথা ছিল দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন।

কিন্তু চুক্তি অনুযায়ী ভারতীয় বোর্ড সিরিজ আয়োজনে অনীহা প্রকাশ করেছে বলে অভিযোগ তুলেছিল পিসিবি। শুধু তাই নয়, ভারতীয় বোর্ডের কাছে ক্ষতিপূরণ দাবী করে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল। আইসিসি সেই অভিযোগ ভিত্তিহীন বলে রায় দিয়েছিল। ক্ষতিপূরন চেয়ে উল্টো বিপদেই পড়তে হলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

এরপর আইসিসি শাস্তি দিয়েছিল পিসিবিকে। পিসিবি দায়েরকৃত অভিযোগে বিসিসিআই যত অর্থ ব্যয় করেছে তার ৬০ ভাগ ফেরত দিতে হবে। আইসিসির সেই নির্দেশ মেনে নিতে হয়েছে পিসিবিকে।

ফলে ভারতীয় বোর্ডের দেখানে ২০০ মিলিয়নের ৬০ ভাগ ১২০ মিলিয়ন রুপি (প্রায় ২০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিয়েছে পিসিবি। এমনটাই জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম টাইমস অব ইসলামাবাদ।

এসএইচ-০৭/১০/১৯ (স্পোর্টস ডেস্ক, তথ্য সূত্র : টাইমস অব ইসলামাবাদ)