হেরে যা বললেন মাশরাফি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। তবে মোহাম্মদ মিথুনের হাফ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৩৩ রানের টার্গেট দেয় মাশরাফিরা। জবাবে ব্যাট হাতে ৪৪ ওভার ৩ বলে জয় তুলে নেয় কিউইরা।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল এই সিরিজকে। কারণ নিউজিল্যান্ডের কন্ডিশন ইংল্যান্ডের মতো। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে লড়াইও করতে পারলো না টাইগাররা।

বড় ব্যবধানের এই হারের পর মাশরাফি বিন মুর্তজা বলেন, নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অন্তত এক সপ্তাহ সময় দরকার। তবে দেরিতে আসাকে হারের কারণ হিসেবে দেখাতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক। হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করছেন তিনি।

নেপিয়ারে টস জিতে ব্যাট করতে নেমে নয় ওভারের মধ্যে ৪২ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে বাংলাদেশ। ২২ বলে ৩০ রান করা সৌম্য সরকার ছাড়া বাকি তিন ব্যাটসম্যানের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি জানান, ‘ব্যাটিং আজকে ভুগিয়েছে আমাদের। আমরা শুরুতে অনেক বেশি উইকেট হারিয়েছি। ওরা ভালো বোলিং করেছে তবে আমরা একটু বেশিই উইকেট হারিয়েছি।’

শনিবার সিরিজে হার এড়ানোর লড়াইয়ে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা জানান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এসএইচ-১৭/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)