কোচের সিদ্ধান্ত নিয়ে গোলরক্ষকের তুলকালাম কাণ্ড! (ভিডিও)

রোববার রাতে লিগ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিলো চেলসি এবং ম্যানসিটি। খেলার অতিরিক্ত মিনিট যখন চলছিলো ম্যাচ তখনো গোলশূন্য। এই পরিস্থিতিতে টাইব্রেকার নিশ্চিত জেনে চেলসি কোচ পেনাল্টি স্পেশালিস্ট উইলি কাভায়েরোকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। প্লেয়ার পরিবর্তন করার জন্যে কোচ বললেও মাঠ থেকে উঠে যেতে অস্বীকৃতি জানান চেলসির গোলরক্ষক কেপা।

তার কাণ্ড দেখে হতভম্ব হয়ে যান কোচ সহ টিম ম্যানেজমেন্ট এর বাকি সদস্যরা। এই সময় প্রায় ২ মিনিট ধরে খেলা বন্ধ থাকলেও কেপা মাঠ থেকে নামেননি। ফলে কাভায়েরোকে বেঞ্চেই বসে থাকতে হয়। এসময় চেলসি বসকে ক্রোধে ফেটে পড়তে দেখা যায় ডাগ আউটে।

পরবর্তীতে চেলসি টাইব্রেকারে ম্যাচ হেরে যায়। তবে কেপার এই কান্ডে সমালোচনা শুরু হয়েছে ফুটবলবিশ্বে। অনেক সাবেক খেলোয়াড়দের মতে কেপা শুধুমাত্র কোচকেই অসম্মান করেননি, পাশাপাশি অসম্মান করেছেন নিজ টিমমেটকেও।

তবে ম্যাচ শেষে চেলসি কোচ সারি জানান ‘আমি ভেবেছিলাম সে আহত তাই ওই অবস্থায় তাকে টাইব্রেকারে পাঠাতে চাচ্ছিলাম না। তবে ফিজিও পরবর্তীতে নিশ্চিত করে সে ঠিক আছে। এটা একটা ভুল বুঝাবুঝি ছিলো।’

ফাইনাল ম্যাচে অতিমানবীয় কিছু করতে পারেননি কেপা। টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে লিগ কাপের শিরোপা খুঁইয়েছে।

এসএইচ-২৩/২৫/১৯ (স্পোর্টস ডেস্ক)