ভারত বিশ্বকাপ জিতলেও চাকরি হারাবেন শাস্ত্রী!

ইংল্যান্ডের মাটিতে বিরাট বাহিনী আইসিসি বিশ্বকাপ জিতলেও ভারতীয় দলে হেড কোচ রবি শাস্ত্রীর চাকরি পাকা নয়।

কারণ, কোচের সঙ্গে চুক্তিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআই রবি শাস্ত্রীর চাকরি নবীকরণ অথবা বর্ধিত করার কোনও শর্ত উল্লেখ করেনি। যার অর্থ, বিশ্বকাপ জিতলেও রবি শাস্ত্রী হেড কোচ হিসেবে দলে নাও থাকতে পারেন।

সূত্রের খবর, রবি এই পদে থাকতে চাইলে তাকে নতুন করে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

তবে তাকে আর নতুন করে আবেদন করতে হবে না। বর্তমান কোচ হিসাবে সরাসরি বাছাই করা প্রার্থীদের মধ্যে সাক্ষাৎকারের জন্য গণ্য হবেন শাস্ত্রী।

শুধু রবি নন, ভারতীয় দলের সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরকেও নতুন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হবে।

এসএইচ-২৮/২১/১৯ (স্পোর্টস ডেস্ক)