পাকিস্তান ছেড়েছিলেন ইমরান তাহির!

২০১৯ সালে আইপিএল দুরন্ত ফর্মে রয়েছেন চেন্নাইয়ের পাকিস্তানি বংশোদ্ভুত দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। তরুণ অবস্থায় ইমরান তাহির ভালবাসার টানেই পাকিস্তান ছেড়ে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়।

জন্মসূত্রে ভারতীয়, মডেল সুমাইয়া দিলদার থাকতেন দক্ষিণ আফ্রিকায়। ১৯৯৮ সালে পাকিস্তানের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন ইমরান তাহির। তখনই সুমাইয়ার সঙ্গে আলাপ হয় তাহিরের।

এরপর সুমাইয়ার সঙ্গে দেখা করার জন্য বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকায় যান ইমরান। এরপরেই দুজনের প্রেম শুরু। কিন্তু তাহিরের জন্য দেশ (দক্ষিণ আফ্রিকা) ছাড়তে রাজি ছিলেন না সুমাইয়া।

ভালোবাসাকে বাঁচাতে ইমরান নিজেই বেছে নিলেন অন্য পথ। ২০০৬ সালে পাকিস্তান ছাড়লেন ইমরান। পাড়ি দিলেন দক্ষিণ আফ্রিকা। বিয়ে করলেন সুমাইয়াকে।

ইমরান তাহির এরপর দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমরানের। সেই বছরই নভেম্বরে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলেন তাহির।

এসএইচ-০৩/১৭/১৯ (স্পোর্টস ডেস্ক)