স্কুলে যাচ্ছেন ৯৯ বছর বয়সী বৃদ্ধা

যে বয়সে মানুষ নাতি-নাতনি বা সন্তানদের নিয়ে অবসর সময় কাটান সে বয়সে এক বৃদ্ধা স্কুলে যেতে শুরু করেছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারসের ৯৯ বছর বয়সী এই বৃদ্ধার নাম ইউসেবিয়া লিওনর করদাল।

ইউসেবিয়া খুব অল্প বয়সে মাকে হারান। আরও অনেক সমস্যার কারণে প্রাথমিক স্কুলের চৌকাঠ পেরোনো হয়নি তার। তবে জীবনের নানা চড়াই-উতরাই লেখাপড়ার প্রতি তার টান দুর্বল করতে পারেনি।

সম্প্রতি নিজের অদম্য ইচ্ছা থেকেই তিনি ভর্তি হয়েছেন বুয়েন্স আয়ারসের ল্যাপ্রিদায় বয়স্কদের জন্য পরিচালিত একটি প্রাথমিক বিদ্যালয়ে।

প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার স্কুলে যান তিনি। নতুন করে শিক্ষাজীবন শুরুর পর একদিনও স্কুল কামাই করেননি এই বৃদ্ধা।

ইউসেবিয়া বলেন, বৃদ্ধ হলে স্মৃতিশক্তি কমে যায়। স্কুলে প্রথম যেদিন আসি, পড়তে-লিখতে যা শিখেছিলাম দেখলাম সবই ভুলে গেছি। তবে তিনি হাল ছাড়তে রাজি নন। পড়াশোনার পাশাপাশি তিনি কম্পিউটার শিখবেন বলেও পরিকল্পনা করছেন।

এসএইচ-০২/১৭/১৯ (অনলাইন ডেস্ক)