সেরা পাঁচ বোলারের একজন হতে চান রুবেল

Generated by IJG JPEG Library

২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। সেই ম্যাচে ইংল্যান্ডকে হারানোর নায়ক ছিলেন পেসার রুবেল হোসেন। আরেকটি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই ডানহাতি পেসার। আসন্ন বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চান রুবেল।

বুধবার ঢাকার মিরপুর একাডেমি মাঠে রুবেল বলেন, ‘মানুষের জীবনে ভালো ও খারাপ সময় থাকবেই। চেষ্টা করব আমার জন্য এ বিশ্বকাপ যেন স্মরণীয় হয়ে থাকে। দলের প্রয়োজনে উইকেট নিতে পারলে সফল হব।’ তিনি আরো বলেন, ‘দলের প্রতি দায়িত্ব তো থাকবে। এটা আমার তৃতীয় বিশ্বকাপ। ভালো অভিজ্ঞতা হয়েছে। আগের বিশ্বকাপগুলো কীভাবে খেলেছি, সেগুলো চিন্তা করে আরও ভালো করার চেষ্টা করব।’

বিশ্বকাপ বোলারদের জন্য অনেক বড় পরীক্ষা। উইকেটে অনেক রান থাকবে।এ নিয়ে রুবেল বলেন, ‘বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। প্রতিটি দলই জয়ের জন্য খেলবে। ইংল্যান্ডের কন্ডিশনে কীভাবে বোলিং করতে হবে, কীভাবে ব্রেকথ্রু এনে দিতে হয়, সেটা জানতে হবে। আমরা বোলাররা যদি প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে পারি, তাহলে ব্যাটসম্যানদের কাজটা সহজ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘ইংল্যান্ডে এমন কিছু উইকেট থাকে যেখানে বোলারদের কঠিন পরীক্ষা দিতে হয়। আবার কিছু উইকেট বোলারদের সাহায্য করে। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাব। ভালো স্পেল করার চেষ্টা থাকবে। বোলিংয়ে সেরাটা দেয়ার লক্ষ্য থাকবে।’

রুবেল বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনে জোরে বোলিং করা একটি ব্যাপার। আমি নিজেকে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করি। সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব।’ বিশ্বকাপে নিজেকে কোথায় দেখতে চান জানতে চাইলে রুবেল বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেকদিন ধরে খেলছি। আমার স্বপ্ন বিশ্বকাপে সেরা পাঁচজন বোলারের মধ্যে জায়গা করে নেয়া। নয়টি ম্যাচ খেলতে পারব। বড় দলের বিপক্ষে জিততে পারলে আমাদের সুযোগ থাকবে।’

এসএইচ-২৬/১৮/১৯ (স্পোর্টস ডেস্ক)