বিশ্বকাপে রাবাদাকে নিয়ে শঙ্কা

দুর্দান্ত পারফরম্যান্সে আইপিএলের চলতি আসরে শীর্ষ উইকেট শিকারি কাগিসো রাবাদা। দিল্লি ক্যাপিটালস’র জার্সিতে বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি।

তবে পিঠে চোটের কারণে আইপিএলের চলতি আসরে আর মাঠে নামা হচ্ছে না তার। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদার বিশ্বকাপে খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে রবিবার ম্যাচের পর পিঠে অস্বস্তি অনুভব করেন রাবাদা। ফলে বুধবার চেন্নাই সুপার কিংসের ম্যাচে খেলতে পারেননি রাবাদা।

পরে তার পিঠের স্ক্যান করে সে রিপোর্ট পাঠানো হয় দক্ষিণ আফ্রিকান বোর্ডের কাছে। যা দেখে রাবাদাকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

আইপিএল ছেড়ে দেশে যাওয়া প্রসঙ্গে রাবাদা বলেন, ‘টুর্নামেন্টের এ অবস্থায় দিল্লি ক্যাপিট্যালসকে ছেড়ে যাওয়া অনেক কঠিন আমার জন্য। কিন্তু বিশ্বকাপের মাত্র এক মাস বাকি।

তাই আমাকে সিদ্ধান্তটি নিতেই হয়েছে। দিল্লির হয়ে মাঠ এবং মাঠের বাইরে অসাধারণ সময় কাটিয়েছি। আমি বিশ্বাস করি আমাদের দল এবার শিরোপা জিততে পারবে।’

এসএইচ-২৭/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)