রাজশাহীর তানোরে ধানক্ষেত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার তানোর-মুন্ডুমালা সড়কের পার্শ্বে প্রাণপুর এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এলাকাবাসী তানোর-মুন্ডুমালা সড়কের পার্শ্বে প্রাণপুর এলাকায় ধানি জমিতে পরিত্যক্ত কাপড় মোড়ানো একটি ব্যাগ দেখতে পায়। পরে তাদের সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়।
থানার এসআই গোলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কাপড় মোড়ানো ব্যাগ খুলে নবজাতকের লাশ উদ্ধার করে। শনিবার বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই নবজাতকের বয়স আনুমানিক তিন-চার মাস। ধারণা করা হচ্ছে-তাকে ফেলে গেছে স্বজনরা।
তবে তার নাম-পরিচয় সনাক্ত করা যায়নি। লাশ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিএ-১৯/০৪-০৫ (নিজস্ব প্রতিবেদক)