রেকর্ডমূল্যে নেইমারকে দলে ভেড়াতে প্রস্তুত রিয়াল

২২২ মিলিয়নে যখন নেইমার পিএসজির ডেরাতে গিয়েছিল তখন চারিদিকে রব রব শুরু হয়েছিল। এতো দামে কেউ ফুটবলার কেনে! সেই নেইমারের দাম এবার আরও বাড়ছে। ফুটবলবিশ্বে দল-বদলের সমস্ত রেকর্ড ভেঙে নেইমারকে দলে ভেড়াবে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের স্বপ্ন ছিল নেইমারকে বার্নাব্যুতে আনবেন। কিন্তু নানান বিতর্কের পর রিয়ালে নয়, বার্সায় পাড়ি জমান এই ব্রাজিলিয়ান। এরপর রেকর্ড ২২২ মিলিয়নে বার্সা ছেড়ে পিএসজি। তবে নেইমারকে চুক্তিবদ্ধ করার স্বপ্ন ছাড়েননি পেরেজ।

২০১৩ সালে মাত্র ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে কাতালান ক্লাবে যোগ দেন নেইমার জুনিয়র। তবে পরবর্তীতে কোর্টে বার্সার সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রাসেল স্বীকার করেন নেইমারকে চুক্তিবদ্ধ করতে তাদের খরচ ১১৪ মিলিয়ন। আর কর ফাঁকির দায়ে দুই বছরের সাঁজার সম্মুখীনও হতে হয়েছিল বার্সা প্রেসিডেন্টকে।

ক্যাম্প ন্যুতে চার বছর কাটানোর পরে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে নাম লেখান এই ব্রাজিলিয়ান। আর এরপর থেকে কম বিতর্কের মুখোমুখি হননি নেইমার। তবে এত বিতর্কের পরেও ক্রিস্টিয়ানো রোনালদোর শূণ্যস্থান পূর্ণ করতে নেইমারকেই প্রথম পছন্দ রিয়াল প্রেসিডেন্টের। আর তার জন্য ২৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতেও প্রস্তুত।

তবে এর জন্য নেইমারকেই নিতে হবে প্রথম পদক্ষেপটি। পিএসজির কাছে ট্রান্সফারের আবেদন করে রাজী করাতে হবে পিএসজির প্রেসিডেন্ট খেলাইফিকে। আর একমাত্র তখনই রিয়াল মাদ্রিদ দরকষাকষি করবে পিএসজির সাথে । দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর দলকে ঢেলে সাজাচ্ছেন জিনেদিন জিদান। তবে জিজু আসলেই নেইমারকে চান কিনা তা নিয়ে কোনো কথা বলেননি।

এসএইচ-১০/১১/১৯ (স্পোর্টস ডেস্ক, তথ্য সূত্র : ডেইলি মেইল ও গোল.কম)