ব্যাট দিয়ে উইকেট ভাঙায় শোয়েব মালিককে নিয়ে হাসাহাসি

শট খেলতে গেলেন। কিন্তু ভেঙে দিলেন উইকেট। জুনিয়র কোনো ক্রিকেটার নয়। তিনি শোয়েব মালিক। পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান। তিনিও এমন ভুল করে বসলেন।

ইংল্যান্ডের পেসার মার্ক উডকে লেট কাট মারতে চেয়েছিলেন মালিক। কিন্তু পিছনের পা ঠিকঠাক পজিশনে ছিল না। তাই সপাটে উইকেট ব্যাট দিয়ে ভেঙে ফেললেন। মালিকের এমন কাণ্ড দেখার পর ইংল্যান্ডের ক্রিকেটাররাও হেসে উঠলেন।

একদিনের ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার হিট-উইকেট আউট হলেন মালিক। এর আগে অ্যালান বর্ডার, কুমার সাঙ্গকারা, মিসবাহ-উল-হক এমন আউটের শিকার হয়েছেন। এর আগে ২০০৩ সালে প্রথমবার হিট-উইকেট আউট হয়েছিলেন তিনি। ২৬ বলে ৪১ রানে ব্যাট করছিলেন মালিক।

ফর্মে রয়েছেন গোটা সিরিজজুড়ে। কিন্তু সিরিজের চতু্র্থ একদিনের ম্যাচে এমন হাস্যকর আউট হলেন মালিক। শোয়েব মালিকের এমন আউট নিয়ে প্রবল হাসাহাসি চলল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নেটিজেনদের কেউ লিখলেন, এমন কমেডি মাঠে দেখাতে পারে একমাত্র পাকিস্তানি ক্রিকোররা। কেউ আবার লিখলেন, এটাই শতাব্দীর সেরা হিট-উইকেট আউট। একজন আবার লিখলেন, এভাবেই টেনিস খেললেন শোয়েব মালিক।

এসএইচ-০৫/১৮/১৯ (স্পোর্টস ডেস্ক)