বিশ্বকাপে ব্যর্থ মেসি, কারণ জানালেন ওবামা

একবারও বিশ্বকাপ জিততে পারেননি। কোপা আমেরিকা জয়ও করতে পারেননি। ২০১৪ সালে সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হেরে যেতে হয়েছিল। বার্সেলোনার হয়ে সাফল্য পেলেও দেশের হয়ে সাফল্য পাননি মেসি। যা নিয়ে সমালোচনার শেষ নেই।

কিন্তু দেশের হয়ে কেন বারবার ব্যর্থ হচ্ছেন মেসি?‌ কারণটা জানালেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মতে, দল হিসেবে খেলতে না পারাই বড় আসরে আর্জেন্টিনার ব্যর্থতার মূল কারণ।

ওবামার কথায়, ‘‌জিনিয়াসের সঙ্গে থাকলে বাকিদের পারফরম্যান্সও ভাল হয়। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে তা হয়নি। দল হিসেবে আর্জেন্টিনা ব্যর্থ হয়েছে।

সেকারণেই দলে মেসির মতো দুর্দান্ত ফুটবলার থাকলেও বিশ্বকাপ জেতা হয়নি আর্জেন্টিনার।’‌
এরপরেই ওবামার সংযোজন, ‘‌যুবসমাজের কাছে আমার পরামর্শ। পরিশ্রম করো। নিজের চেষ্টায় কাঙ্খিত লক্ষ্যের দিকে পৌঁছানোর চেষ্টা করো।’‌

এখন অবশ্য কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত রয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলে আগামী মাসে শুরু টুর্নামেন্ট। মেসি, আগুয়েরোকে নিয়ে শক্তিশালী দলই বানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আর টুর্নামেন্টে নামার আগে আর্জেন্টিনাকে পরামর্শ দিলেন ওবামা।

এসএইচ-২৯/৩০/১৯ (স্পোর্টস ডেস্ক)