দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে জার্মান কোচ জোয়াকিম লো

দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে জার্মানির জাতীয় ফুটবল কোচ জোয়াকিম লো৷ জার্মান ফুটবল ফেডারেশনের তরফে ‘স্পোর্টিং অ্যাকসিডেন্ট’ শব্দ দুটি উল্লেখ করা হলেও ঠিক কিভাবে চোট পেয়েছেন লো, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো হয়নি৷

বিজ্ঞপ্তি মারফৎ জার্মান ফুটবল সংস্থা জানিয়েছে যে, জাতীয় কোচের ধমনি ছিঁড়েছে৷ ডাক্তারদের নজরদারিতে রয়েছেন লো৷ যথাযথ চিকিৎসা চলছে৷ ডাক্তাররা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন৷ সামনের কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন জোয়াকিম লো৷

জার্মান সংবাদমাধ্যমের খবর, গত সপ্তাহে ফিটনেস ট্রেনিংয়ের সময় লো’র বুকের উপর ডামবেল পড়ে যায়৷ যাতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন জার্মান কোচ৷

স্বাভাবিকভাবেই বেলারুশ ও এস্তোনিয়ার বিরুদ্ধে ইউরোর যোগ্যতা অর্জনপর্বের ম্যাচগুলিতে জার্মান দলের সঙ্গে মাঠে থাকতে পারবেন না লো৷ সহকারী কোচ মার্কাস দায়িত্ব সামলাবেন লো’র পরিবর্তে৷ আগামী ৮ জুন বরিসোভে বেলারুশের বিরুদ্ধে খেলতে নামবে জার্মানি৷ তিন দিন পরে মেইনজে এস্তোনিয়ার বিরুদ্ধে মাঠে নামবে তারা৷

নিজে উপস্থিত না থাকলেও দলের জন্য হাসপাতাল থেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন লো৷ সঙ্গে নিজের সাপোর্ট স্টাফদের নিয়েও আত্মবিশ্বাসী শুনিয়েছে জার্মান কোচকে৷ তিনি জানিয়েছেন, কোচিং স্টাফেদের সঙ্গে আমার সারাক্ষণ যোগাযোগ রয়েছে৷

আগামী দু’টি আন্তর্জাতিক ম্যাচের সময়েও দলের সঙ্গে আমার যোগাযোগ থাকবে৷ মার্কাস (সহকারী কোচ), অ্যান্ডি (গোলকিপার কোচ) ও অলিভিয়েরের (টিম ম্যানেজার) একসঙ্গে কাজ করার বিপুল অভিজ্ঞতা রয়েছে৷ সংক্ষিপ্ত এই বিরতিতে ওরা যথাযথ দায়িত্ব সামলাবে বলেই আমার বিশ্বাস৷

এসএইচ-৩২/৩১/১৯ (স্পোর্টস ডেস্ক)