টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো ওয়েস্ট ইন্ডিজ

উড়ন্ত সূচনা হয়েছে দু’দলেরই। পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। দুই দলের সূচনাটা উড়ন্ত হলেও মাহাত্ম্য অবশ্যই বেশি ওয়েস্ট ইন্ডিজের। কারণ, ক্যারিবীয় পেসের সামনে ধুঁকতে ধুঁকতে ১০৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানকে ২০৭ রানে বেধে ফেলে অস্ট্রেলিয়া জিতেছিল ৭ উইকেটে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নটিংহ্যামে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। ম্যাচের আগে যদিও ক্যারিবীয়রা ঘোষণা দিয়েছিল পাকিস্তানের মত গতির ঝড় দিয়ে অস্ট্রেলিয়ানদেরও কাঁপিয়ে দিতে চায় তারা।

সেটা হয়তো ম্যাচেই দেখা যাবে, কে কেমন করছে। তবে তার আগে টস করতে নেমে জয় হয়েছে ওয়েস্ট ইন্ডিজেরই। টস জিতে অস্ট্রেলিয়াকেই ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার।

আগের ম্যাচে দুর্দান্ত জয় পেলেও একটি পরিবর্তন নিয়েই মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্র্যাভোর পরিবর্তে মাঠে নামানো হয়েছে আজ এভিন লুইসকে। যদিও বিষয়টা কঠিনই ছিল তাদের জন্য। ব্যাটিংয়ে এভিন লুইসই ক্যারিবীয়দের জেনুইন ওপেনার। ড্যারেন ব্র্যাভোর জায়গায় নেয়া হলেও লুইস করবেন ইনিংস ওপেন। সাই হোপ নেমে যাবেন ৩ নম্বরে। নিকোলাস পুরান থাকছেন মিডল অর্ডারেই।

অস্ট্রেলিয়া একাদশ
অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিজ, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কাউল্টার নেইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেলডন কটরেল এবং ওশানে থমাস।

এসএইচ-০৩/০৬/১৯ (স্পোর্টস ডেস্ক)