বিশ্বকাপের মঞ্চে ‘বাস্তবতা’ টের পাচ্ছে আফগানরা

বিশ্বকাপের আগে আফগানিস্তানের প্রত্যাশাটা ছিলো অনেক বড়। কিন্তু বিশ্বকাপ শুরু না হতেই বাস্তবতা টের পেয়েছে আফগানরা। প্রথম তিন ম্যাচেই হেরেছে তারা।

তবে আফগানিস্তানের অধিনায়ক গুলবাদিন নায়েব মনে করছেন মাত্র এক ম্যাচেই বদলে যাবে আফগানিস্তান। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শুরুটা ভালো হচ্ছে বলে মনে করেন আফগান অধিনায়ক।

তিনি বলেন, ‘মানসিকভাবে এখনও আমরা শক্ত অবস্থানে আছি। আমাদের কেবল একটা ভালো ম্যাচ প্রয়োজন। আশা রাখি আমরা সেটা করতে পারবো। আমাদের একটা মোমেন্টাম দরকার। আমরা ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো শুরু পাচ্ছি। বিশেষ করে আফতাব আলম ও হামিদ হাসান বোলিংয়ে খুব ভালো শুরু এনে দিচ্ছে।’

শুরুটা ভালো হলেও সেই ধারাটা ধরে রাখতে পারছে না আফগানিস্তান, এমনটাই মনে করেন অধিনায়ক গুলবাদিন নায়েব। তার মতে বিশ্বকাপের সব দলই শক্তিশালী এবং কঠিন ক্রিকেট খেলছে। যে কারণে পেরে ওঠা সহজ হচ্ছে না তার দলের পক্ষে।

এ বাস্তবতা টের পেয়ে তিনি বলেন, ‘আমরা তিনটি ম্যাচ খেলেছি। সেখানে আমরা মাঠে নিজেদের সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করেছি। সব খেলোয়াড়রাই মাঠে সেরাটা দিয়েছেন। কিন্তু এখানে খুব কঠিন ক্রিকেট হচ্ছে। দলগুলোও খুব ভালো। আপনি এখানে খুব বেশি সুযোগ পাবেন না। আমরা ইনিংসের শুরুতে ভালো করলেও মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলছি।’

নায়েব আরও বলেন, ‘আপনি যখন ম্যাচ হারবেন, তখন ড্রেসিংরুমের পরিস্থিতি এমনিতেই কঠিন হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় আমার দলের সবাই জানে, আমরা একপেশেভোবে ম্যাচ হারিনি। আমাদের কেবল একটা ম্যাচ প্রয়োজন। আমি জানি ছেলেরা কিভাবে খেলছে, আমরা এক বছর ধরে খুব ভালো খেলেছি। আমরা আবারও নিজেদের সেরা খেলায় ফেরার চেষ্টা করবো।’

এসএইচ-১৪/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)