আফ্রিদির থাপ্পর খেয়ে ফিক্সিংয়ের কথা স্বীকার করে আমির

চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৪১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের দেওয়া ৩০৮ রানের জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করে সরফরাজরা। এই ম্যাচে পাকিস্তান হারলেও বোলিংয়ে দূর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন মোহাম্মদ আমির। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাই নিয়েছেন পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট।

এমন হারের দিনে পাকিস্তানের ক্রিকেটের ফিক্সিং নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক তারকা অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক। ২০১০ সালে পাকিস্তানের কলঙ্কিত সেই ইংল্যান্ড সিরিজের অনেক আগেই মোহাম্মদ আমির স্পট ফিক্সিংয়ে জড়ানোর কথা স্বীকার করেছিলেন। দাবি সাবেক পাকি অল-রাউন্ডার আব্দুল রাজ্জাকের।

পাকিস্তানের নিউজ চ্যানেলে তিনি বলেন, তৎকালীন অধিনায়ক শাহিদ আফ্রিদির থাপ্পর খেয়ে আমির স্পট ফিক্সিংয়ের কথা স্বীকার করে নেন। তার ভাষায়, ‘আফ্রিদি আমায় ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলেছিল। কিন্তু কিছুক্ষণ পরেই আমি চড় মারার শব্দ পাই। এর পরেই আমির সত্যি কথা বলে দেয়।’

পাকিস্তান বোর্ডের সেই সময়ের প্রশাসকদেরও সমালোচনা করেন রাজ্জাক, আমার মনে হয় সেই সময় আইসিসির কাছে নিজেদের দক্ষতা দেখাতে না গিয়ে পিসিবির উচিত ছিল অভিযুক্ত তিন ক্রিকেটারের দিকে নজর দেওয়া। তাদের অভিযোগ অস্বীকার করা সত্ত্বেও দেশে ফেরত আনা। তাদের এক বছরের জন্য নির্বাসিত করাও উচিত ছিল। এসব না করে শেষ পর্যন্ত পিসিবি বিশ্বের সামনে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে।

৩৯ বছর বয়সী রাজ্জাকের আরও দাবি, ইংল্যান্ডে কেলেঙ্কারি ফাঁস হওয়ার অনেক আগেই সালমান বাট ইচ্ছা করে ডট বল খেলছিলেন ম্যাচে। তিনি বলেন, আমি সব জানিয়েছিলাম আফ্রিদিকে। কিন্তু ও বলেছিল এসব আমার মনের ভুল। সব কিছু ঠিকই আছে। কিন্তু আমি যখন ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের (২০১০) একটা ম্যাচে সালমানের সঙ্গে ব্যাট করতে নামি, আমি নিশ্চিত ছিলাম দলকে ও ডুবিয়ে ছাড়বে।

রাজ্জাক তখন সালমান বাটকে বলেন, সিঙ্গল নিয়ে স্ট্রাইক তাকে দিতে। কিন্তু তার পরামর্শ মতো খেলেননি সালমান, ‘ও যখন এই কৌশলে খেলতে অস্বীকার করল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। যখন বুঝতে পারলাম ও কিছু একটা করতে যাচ্ছে তখন কড়া করে বললাম স্ট্রাইক আমায় দিতে। তারপরেও প্রত্যেক ওভারে ও ইচ্ছে করে দুই-তিন বল খেলে আমাকে স্ট্রাইক দিচ্ছিল। আমি এসব দেখে হতাশ হয়ে পড়ি, চাপের মুখে আউটও হয়ে যাই।’

এসএইচ-১২/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)