কাতারকে ২০২২ বিশ্বকাপ ‘উপহার’ দেওয়ায় গ্রেফতার প্লাতিনি

কাতারকে ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক করায় দায়ে আজ মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়েছে সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে।

৬৩ বছর বয়সী প্লাতিনিকে দুর্নীতির অভিযোগ ২০১৫ সালে ফিফা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়াননি বলে প্লাতিনি জানিয়েছিলেন।

এদিকে, অভিযোগ ওঠে কাতারকে ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক করাতে ফিফা দুর্নীতির পথ বেছে নেয়। ফুটবলের সর্বোচ্চ সংস্থার সাবেক ভাইস-প্রেসিডেন্ট সেসময় দাবি করেছিলেন, বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে কাতারকে বিশ্বকাপের আয়োজক করা হয়েছিল।

আর ফুটবলের কিংবদন্তি প্লাতিনি দুর্নীতিগ্রস্ত সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সবচেয়ে বড় সহযোগীদের একজন ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি আবার উফেফা প্রেসিডেন্টের পাশাপাশি ফিফার টেকনিক্যাল এন্ড ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন। তবে দুর্নীতির দায়ে দু’জনকেই ফুটবলের সকল কার্যক্রম থেকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

দুর্নীতির অভিযোগের ব্যাপারে তখন প্লাতিনি বলেছিলেন, ‘আমি যখন যেখানে কাজ করেছি, অত্যন্ত সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি।

এসএইচ-১৬/১৮/১৯ (স্পোর্টস ডেস্ক, তথ্য সূত্র : খবর মেট্রো)