ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় সাতে সাকিব

২০১৯ বিশ্বকাপের পর্দা নেমেছে। বিস্ময় আর রোমাঞ্চে ভরা এক ফাইনাল উপহার দিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। আর টানা দ্বিতীয়বার ফাইনালে হারলো নিউজিল্যান্ড। তবে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের তালিকায় শীর্ষেই রয়ে গেছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। একই তালিকার সাতে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

১৭ জুনের খেলায় সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে। সাকিব ৯৯ বলে করেছেন ১২৪ রান। বল হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

ব্যাট হাতে করেছেন সেঞ্চুরি। যার ফলে ২০১৯ বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের তালিকায় সাতে অবস্থান করছেন সাকিব।

২০ জুন ট্রেন্ট ব্রিজে বাংলাদেশের বিপক্ষে ১৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওয়ার্নার। বিশ্বকাপের আসর শেষ হলেও অজি ওপেনারের ওই ইনিংসই শীর্ষে। ৮ জুন বাংলাদেশের বিপক্ষেই কার্ডিফে ১৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ ওপেনার জেসন রয়।

এছাড়া শীর্ষ দশে দু’বার করে স্থান করে নিয়েছেন ওয়ার্নার, রোহিত শর্মা ও সাকিব।

এসএইচ-০৯/১২/১৯ (স্পোর্টস ডেস্ক)