মিরাজের ইনজুরি গুরুতর নয়

আগামী মাসে রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ। এরপরেই আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজগুলো সামনে রেখে বাংলাদেশ দল নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে।

ওই ক্যাম্পে অনুশীলনের সময় হাতে চোট পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে চোট গুরুতর নয়। কিন্তু কয়েক দিন ব্যাট ও বোলিং করা থেকে বিরত থাকতে হবে তাকে।

হাতের ইনজুরির এক্সরে করা হয়েছে। রিপোর্টে কোনো চির ধরা পড়েনি। তবে কয়েক দিন বিশ্রামে থাকবেন এই অলরাউন্ডার। রোববার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মিরাজ।

চোটের ব্যাপারে মিরাজ বলেন, ‘আঙুল আল্লাহর রহমতে ভালো আছে। কোনো সমস্যা হয়নি। হয়তো তিন-চারদিন বিশ্রাম নিলে ভালো হয়ে যাবে। খারাপ লাগছে ইনজুরির কারণে ব্যাটিং-বোলিং করতে পারছি না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দুই-দিন দিনের মধ্যে হয়তো বোলিং-ব্যাটিং করতে পারবো।’

শনিবার থেকে ক্রিকেটারদের স্কিল অনুশীলন শুরু হয়েছে। আগামী ২৮ আগস্ট পর্যন্ত চলবে এই স্কিল অনুশীলন। এক সেপ্টেম্বর টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাওয়ার কথা বাংলাদেশ দলের।

এসএইচ-১৩/২৫/১৯ (স্পোর্টস ডেস্ক)