দল থেকে ছিটকে গেলেন লোরিস

প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের কাছে ৩-০ গোলে পরাজয়ের ম্যাচে কনুইয়ের গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন টটেনহ্যামের অধিনায়ক হুগো লোরিস।

ম্যাচের তিন মিনিটে বক্সের ভিতর ব্রাইটনের সহজ একটি ক্রস ধরতে গিয়ে আঘাত পান তিনি। সেই সুযোগে খালি জালে বল জড়িয়ে নিল মওপে ব্রাইটনকে এগিয়ে দেন। সাথে সাথে মাঠে স্পার্স গোলরক্ষক লোরিসকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলেও পরবর্তীতে তাকে হাসপাতাল পর্যন্ত নেয়া হয়েছে।

এদিকে, ইতোমধ্যেই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে আইসল্যান্ড ও তুরষ্কের বিপক্ষে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ২০২০ বাছাইপর্বের ম্যাচ দুটি থেকে লোরিসের নাম প্রত্যাহার করা হয়েছে।

টটেনহ্যামের এক বিবৃবিতেও লোরিসের কনুইয়ের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে পরবর্তী আরো কিছু পর্যবেক্ষনের পর তার ইনজুরির মাত্রা নির্নয় করা হবে।

টটেনহ্যামের কোচ মরিসিও পোচেত্তিনো জানিয়েছেন দলের এই খারাপ সময়ে অধিনায়ককে হারিয়ে পুরো দলই বেশ মুষড়ে পড়েছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৭-২ গোলে বিধ্বস্ত হয়েছিল স্পার্সরা।

এসএইচ-১১/০৬/১৯ (স্পোর্টস ডেস্ক)