বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে থাকবেন কোহলি!

নভেম্বরের শুরুতেই ভারত সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে খেলবে তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ। এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৪টি ম্যাচ খেলে ফেলেছে ভারত। তবে ভারতের বিপক্ষে সফর দিয়েই চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হবে বাংলাদেশের।

ফলে এ সফরের টেস্ট সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। সে তুলনায় টেস্ট সিরিজের আগে হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দিকে সবার মনোযোগ কম থাকাই স্বাভাবিক। বিশেষ করে স্বাগতিক দেশটির জন্যও অধিক গুরুত্বপূর্ণ হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি।

এরই মাঝে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন স্বাগতিক দলের অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট সিরিজে তাকে সতেজ পাওয়ার জন্যই কুড়ি ওভারের ফরম্যাটে বিশ্রাম দেয়া হবে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এ বিশ্রামটা অবশ্য খুব দরকারি কোহলির জন্য। কেননা ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ থেকে শুরু করে টানা খেলার মধ্যেই আছে ভারত। বিশ্বকাপ শেষ করে ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সফর এবং এখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লম্বা সিরিজ- সব মিলিয়ে ব্যস্ত সময়ই যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের। যেখানে স্বাভাবিকভাবেই ছিলেন কোহলিও।

শুধু তাই নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের পরপরই, বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা। এ তিন দেশের বিপক্ষে মোকাবিলা শেষ করেই আবার ভারতীয় ক্রিকেট দল উড়াল দেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি, ৩ ওয়ানডে ও ২ টেস্ট খেলতে।

ফলে বিশ্রামের কোনো সুযোগই থাকবে না ভারতীয় অধিনায়ক কোহলির জন্য। তাই বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজটিতে বিশ্রাম দেয়া হতে পারে তাকে। এমনটা হলে অধিনায়কত্ব দেয়া হতে পারে রোহিত শর্মাকে। তবে টেস্ট সিরিজে ঠিকই খেলবেন কোহলি।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুধুমাত্র কোহলিকে বিশ্রাম দেয়ার সিরিজ হিসেবেই নয়, তরুণদের পরখ করে নেয়ার সুযোগ হিসেবেও নিতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে দেখা যেতে পারে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত মুখ সানজু স্যামসন, শিবাম দুবে, শুবমান গিল, কৃষ্ণাপ্পা গোথামদের।

আগামী ৩ নভেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। পরে ৭ নভেম্বর রাজকোট এবং ১০ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি হবে নাগপুরে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

এসএইচ-১০/১৯/১৯ (স্পোর্টস ডেস্ক)