বিপিএল মাঠে গড়াবে ৮ ডিসেম্বর

বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বড়সড় ঝড় বয়ে গেছে। সবকিছু ছাপিয়ে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি জিতে মোটামুটি ভাল অবস্থানে এসেছে দেশের ক্রিকেট। আর এ সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তারিখ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার বিসিবির পক্ষ থেকে জানানো হয়, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের ৭ম আসর। ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে অবশ্য বলা হয়েছিলো, বিপিএল শুরু হবে ৬ ডিসেম্বর। অবশেষে দুদিন পিছিয়ে ৮ ডিসেম্বর দিন চূড়ান্ত করলো তারা।

জাতীর পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর নামে আয়োজন করা হচ্ছে বিপিএল। এছাড়া ব্যাপক পরিবর্তন নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। এবার ফ্রাঞ্চাইজি সিস্টেম থাকছে না। তাই দল গঠন থেকে শুরু করে সবকিছু পরিচালনা করবে বিসিবি।

জানা গেছে, যেহেতু বিপিএল আয়োজন এবং দল ব্যবস্থাপনা করবে স্বয়ং বিসিবি তাই ৭টি দলের জন্য সাতটি স্পন্সর পার্টনার প্রয়োজন। বিসিবি থেকে একজন করে পরিচালককে দলগুলোর প্রধান হিসেবে নিয়োগ দেয়া হবে।

এসএইচ-২৪/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)