বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলে ভারতের প্রস্তুতি শুরু

ভারতের বেঙ্গালুরুতে গোলাপি বলে টেস্টের প্রস্তুতি শুরু করে দিলেন চেতেশ্বর পূজারারা। ২২ নভেম্বর ইডেনে গোলাপি বলের টেস্ট মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।

পূজারা ছাড়াও মায়াঙ্ক আগরওয়াল, সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে, অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা, হনুমা বিহারী সঙ্গে পেসার

মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) নেটে গোলাপি বলে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ভারতীয় দলের অনুশীলনের তত্ত্বাবধানে আছেন এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়।

গোলাপি বলে প্রস্তুতির জন্যই চলতি মুস্তাক আলি ট্রফিতে এই ক্রিকেটারেরা নিজের নিজের রাজ্য দলের হয়ে খেলতে নামেননি।

গোলাপি বলে সব চেয়ে বড় চ্যালেঞ্জ মনে করা হচ্ছে, ফ্লাডলাইটে বল ঠিকঠাক দেখা এবং পুরনো বলে রিভার্স সুইং সামলানোকে। অধিনায়ক বিরাট কোহলি এখন ছুটিতে আছেন।

এসএইচ-১২/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)