ফের দুর্নীতির অভিযোগ আজহারউদ্দিনের বিরুদ্ধে!

কিছুদিন আগেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন। ক্রিকেটজীবনে ফিক্সংয়ে কলঙ্কিত হয়েছিল তার ক্যারিয়ার। বিসিসিআই নির্বাসিত করেছিল।

নির্বাসন উঠে যাওয়ার পর তিনি রাজনীতিতে আসেন। সাংসদও হয়েছিলেন। ফের ফিরেছেন ক্রিকেটের আঙিনায়। রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতির পদে আসার পরেই বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার রাজ্যেরই ক্রিকেটার এবার তুললেন দুর্নীতির অভিযোগ।

অম্বাতি রায়ডু বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অভিমানে অবসর নিয়েছিলেন। কিন্তু তিনি আবার ক্রিকেটে ফিরেছেন। খেলতে চান ঘরোয়া ক্রিকেটে। সেই রায়ডুই শনিবার দুর্নীতির অভিযোগ আনলেন। তেলঙ্গনার শিল্প ও পুরমন্ত্রী কেটি রামা রাওকে বিষয়টি জানিয়েছেন।

তিনি রামা রাওয়ের উদ্দেশে টুইট করে বলেছেন, ‘‌হ্যালো স্যার। হায়দরাবাদ ক্রিকেট সংস্থা দুর্নীতির আঁতুড় ঘর। দয়া করে বিষয়টি দেখুন। হায়দরাবাদ দল কীভাবে শ্রেষ্ঠ হবে?‌ যেখানে দল নির্বাচনে টাকার খেলা হয়। দুর্নীতিগ্রস্ত কিছু লোক সংস্থা চালাচ্ছে। যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই মানুষগুলো পর্দার পিছনে থেকে যাবতীয় ষড়যন্ত্র করছে।’‌

বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর বিতর্কিত টুইট করেছিলেন রায়ডু। তারপর ফের করলেন। আঙুলটা কিন্তু আজহারের দিকেই তুললেন।

এসএইচ-০৩/২৪/১৯ (স্পোর্টস ডেস্ক)