শ্রীলঙ্কার গভর্নরের গুরুদায়িত্বে মুরালিধরন

এবার নতুন ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরনকে। শ্রীলঙ্কার উত্তর প্রদেশের গভর্নর হিসেবে কার্যভার নিতে চলেছেন তিনি।

সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট তিনজন নতুন গভর্নরের নাম ঘোষণা করেছেন। সেই তিনজনের মধ্যে একজন হলেন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়া সাবেক স্পিনার মুরালিধরন।

জানা গেছে, রাজাপক্ষে চেয়েছিলেন দ্বীপপুঞ্জের উত্তর প্রদেশের গভর্নরের দায়িত্ব নিক মুরালিথরন। প্রেসিডেন্টের এমন অনুরোধ ফেলতে পারেননি মুরালি।

শ্রীলঙ্কা ক্রিকেটকে সমৃদ্ধ করে গেছেন মুরালি। বিশ্বকাপ জিতেছেন। বিপক্ষ ব্যাটসম্যানদের কাছে তিনি ছিলেন আতঙ্ক। তবে সক্রিয় রাজনীতিতে কখনও আসেননি।

এবার অবশ্য একদম নতুন ভূমিকায়। ক্রিকেট মাঠ নয়, গভর্নরের গুরুদায়িত্ব সামলাতে হবে মুরালিকে। ‌‌

এসএইচ-১৯/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)